নিউজবাংলা – ২০ সেপ্টেম্বর, রোববার:

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দারিদ্র মুক্ত সোনার বাংলা গঠন করতে চাই। এটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল। তার (বঙ্গবন্ধ) স্বপ্ন বাস্তাবায়নে আমরা কাজ করে যাচ্ছি।

 

 

রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক অর্থ পরিকল্পনা আলোচনায় এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই আমরা অনেক এগিয়ে গেছি। ভবিষ্যতে আমাদের লক্ষ্যমাত্রা আরও বাড়াতে হবে।

তিনি বলেন, দ্রুত কাজ বাস্তায়নের জন্য সকল মন্ত্রণালয়কে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যত টাকা বাজেট হয়, সেই পরিমান কাজ হচ্ছে কিনা সেদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে। যাতে করে জনগণ এর ফলাফল পেতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশ মধ্য নিম্ম আয়ের দেশে পরিনত হয়েছে। বিশ্বে যখন মন্দা দেখা দিয়েছে, তখন বাংলাদেশ সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।

নিউজবাংলা/একে