কর্মক্ষেত্রে প্রতিকূলতার মধ্যেও সাফল্যের ইঙ্গিত মিথুনের সেপ্টে ২১, ২০১৫ 0 নিউজ ডেস্ক নিউজবাংলা – ২১ সেপ্টেম্বর, সোমবার: মেষ: নিজস্ব কৌশলে কর্মক্ষেত্রে জট কাটিয়ে বাহবা পেতে পারেন। বিষয়সম্পত্তি নিয়ে বিবাদ ঘিরে আত্মীয়স্বজনের ব্যবহারে মনঃকষ্ট। সজ্জন-সান্নিধ্যে শান্তির সন্ধান। বৃষ: কর্মক্ষেত্রে প্রশাসনিক পরিবর্তন ও দায়িত্ব বৃদ্ধি। মিতব্যয়িতা ও সঞ্চয়ের নতুন পরিকল্পনায় সাফল্য। মিথুন: কর্মক্ষেত্রে প্রতিকূলতার মধ্যেও সাফল্যের ইঙ্গিত। পৈতৃক সম্পত্তি নিয়ে স্বজনবিরোধ। দুঃসাহসী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকাই ভাল। কর্কট: বাক্যালাপে বিরূপ বা বিদ্বেষ ভাবের জেরে বিপত্তির আশঙ্কা। ব্যবসায় নিম্নগতি সত্ত্বেও বিনিয়োগ না-করাই সমীচীন। সিংহ: বদলি ও বাড়তি দায়িত্ব বৃদ্ধির খবর মিলতে পারে। কর্মব্যস্ততায় পারিবারিক দায়িত্ব পালনে ঘাটতি। কন্যা: পারিবারিক অস্থিরতার প্রভাব কাজে পড়তে পারে। সাংস্কৃতিক কাজকর্মের বিশেষ স্বীকৃতি। তৃতীয় কারও প্রতি আসক্তির জেরে পারিবারিক অশান্তি। তুলা: হঠকারিতার জেরে ব্যবসায় লোকসান বাড়তে পারে। বন্ধুর অনৈতিক কাজের প্রতিবাদ করায় দূরত্ব বেড়ে যাওয়ার আশঙ্কা। বৃশ্চিক: কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে। ভাগ্যোদয়ের আশায় কর্ম পরিবর্তনের পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। লটারিতে প্রাপ্তিযোগ। ধনু: একাগ্রতার অভাবে সৃষ্টিশীল কাজে সিদ্ধিলাভে বাধা। বিবাদবিতর্ক থেকে দূরে থাকাই ভাল। মকর: সম্পত্তি সংস্কার ঘিরে পড়শির সঙ্গে বিবাদ। কর্মসমস্যায় শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অবনতি। কুম্ভ: কর্মে সাফল্য ও অতিরিক্ত পরিশ্রমে দৈহিক দুর্বলতা। লাগামছাড়া দম্ভের জন্য অন্যদের কাছে অপ্রিয় হয়ে যেতে পারেন। নতুন গৃহারম্ভের যোগ। মীন: মৌলিক চিন্তাধারা ও কঠোর পরিশ্রমে কর্মে উন্নতি। কথাবার্তায় সংযমের অভাবে বিপত্তি ঘটতে পারে। দানধ্যানের জোরে মানসিক প্রতিষ্ঠা। নিউজবাংলা/একে Categories: জাতীয়,বিবিধ,বিশেষ
জাতীয় সেপ্টে ২১, ২০১৫ 0 জড়িত পুলিশ সদস্যদের প্রত্যাহার নয় ফৌজদারি আইনের আওতায় এনে দন্ডিত করতে হবে ….ড. মিজানুর রহমান