ঢাকায় ফ্রান্স ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী
নিউজবাংলা – ২১ সেপ্টেম্বর, সোমবার:
ঢাকা: ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়স এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ড. ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার তিন দিনের সফরে ঢাকা এসে পৌঁছেছেন।
সোমবার সকালে রাজধানীর হজরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই দুই মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। বিমানবন্দর থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।
সেখান থেকে মন্ত্রীদ্বয় পটুয়াখালীর উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওয়ানা হবেন। সেখানে তারা বারি লেবুখালী রিজিওনাল হর্টিকালচার রিসার্চ সেন্টার পরিদর্শন করবেন এবং জলবায়ু পরিবর্তনজনিত প্রতিক্রিয়ার শিকার উপকূলীয় অঞ্চলের কৃষকদের সঙ্গে মতবিনিময় করবেন।
তারা স্থানীয় হাকতুল্লা ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন এবং একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। এ ছাড়াও পটুয়াখালীতে তারা স্থানীয় স্বেচ্ছাসেবী, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
ঢাকায় ফিরে তারা দূতাবাসের উদ্বোধনসহ অন্যান্য কূটনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তাদের সাক্ষাতের আয়োজন রয়েছে।
সফরকালে মন্ত্রীদ্বয় বাংলাদেশে নব প্রতিষ্ঠিত ফ্রান্স ও জার্মানির ‘যৌথ দূতাবাস’ উদ্বোধন করবেন। ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত তারা ঢাকায় থাকছেন।
নিউজবাংলা/একে