নিউজবাংলা – ২১ সেপ্টেম্বর, সোমবার:

ঢাকা: জয় কি জিনিস তা ভুলে গিয়েছেন ব্রেন্ডন রজার্স। রবিবার অ্যানফিল্ডে নিজেদের ঘরের মাঠে লিভারপুল এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করলো। এই নিয়ে টানা পাঁচ ম্যাচ জয় অধরা লিভারপুলের।

এই হোঁচটের ফলে প্রিমিয়ার লিগ ও ইউরোপা লিগ মিলে লিভারপুলের টানা ব্যর্থতার তালিকাটা দীর্ঘায়িত হল। লিগের শেষ তিন রাউন্ডের দুটিতেই হেরেছিল তারা, অন্যটি ড্র। আর গত সপ্তাহে ইউরোপা লিগে বোর্দোর সঙ্গেও ১-১ গোলে ড্র করে লিভারপুল।

রবিবার প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। যদিও দ্বিতীয়ার্ধের শুরুতেই ইংলিশ স্ট্রাইকার ড্যানি ইঙ্গসের গোলে এগিয়ে গেলেও, ম্যাচের ৬১ মিনিটে নরউইচকে সমতায় ফেরান ইংলিশ ডিফেন্ডার রাসেল মার্টিন। ম্যাচের বাকি সময় আর কোনও দলই গোল পায়নি। এখন দেখার লিভারপুল কবে গোলের মুখ দেখে।

 

নিউজবাংলা/একে