বৃহস্পতিবার সকালে টেকনাফ স্থলবন্দর শুল্ক স্টেশনের কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বৃহস্পতিবার থেকে তিনদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর রবিবার থেকে আমদানি-রপ্তানি পুনরায় চালু করা হবে।
টেকনাফ স্থলবন্দর অভিবাসন কেন্দ্রে দায়িত্ব থাকা সহকারী উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সবুজ বলেন, বাংলাদেশ-মিয়ানমার অভিবাসন কেন্দ্র দিয়ে পাসপোর্টধারী লোকজন মিয়ানমারে আসা-যাওয়া করতে পারবে।