নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:
ঢাকা: কর্নাটকের বিরুদ্ধে ১২৯ রানের লিড সামনে নিয়ে এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১ উইকেট হারিয়ে ৮৯ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল।

রনি তালুকদার ব্যক্তিগত ১৫ রান করে আউট হয়ে গেলেও এনামুল হক বিজয় ৫২ ও মমিনুল হক ২২ রান নিয়ে ব্যাট করছেন।

বুধবার তিনদিনের এই ম্যাচের দ্বিতীয় দিন সব উইকেট হারিয়ে ২৮৭ রান করে প্রথম ইনিংসের খেলা শেষ করে কর্নাটক। ফলে বাংলাদেশের চেয়ে ১২৯ রানে এগিয়ে থাকে তারা। গতকাল প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৫৮ রান করেছিলো মমিনুল-নাসিররা।

এর আগে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওডিআই সিরিজ হারে বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচ শেষে আগামী ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্গালোরে ভারত ‘এ’ দলের বিরুদ্ধে তিনদিনের একটি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

নিউজবাংলা/একে