শিশিরের সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি!
নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:
ঢাকা: জাতীয় লিগের প্রথম রাউন্ডের ম্যাচ খেলতে দুই-একদিন আগেও প্রচণ্ড ব্যস্ত ছিলেন সাকিব আল হাসান। আর সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ বলেই কি না ঈদের ছুটির মাঝেও দম ফেলার সময় নেই বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের।
তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের অবশ্য এই মুহূর্তে এতোটা ব্যস্ততা নেই। আছেন সাত সমুদ্র তের নদীর ওপারে – যুক্তরাষ্ট্রে। অপেক্ষায় আছেন নিজেদের প্রথম সন্তানের। এরই মধ্যে তিনি মিস করছেন সাকিবকে; আর সেটা এতোটাই যে এই একা থাকাকে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি বলে রায় দিয়ে দিলেন তিনি।
সাকিবের সাথে নিজের কোন একটা ডিনারের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মিসিং হাবি! এটাই জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি।’
নিউজবাংলা/একে