নিউজবাংলা – ২৩ সেপ্টেম্বর, বুধুবার:
ঢাকা: গত শনিবারই সুযোগ এসেছিল রোনালদোর সামনে। সেদিন তাকে অভিনন্দন জানানোর প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিল রিয়াল সমর্থকরা। কিন্তু গ্রানাডার বিপক্ষে গোল পাননি সিআর সেভেন।

যে কারণে বিশাল ব্যানারটা শেষ পর্যন্ত বার্নাব্যুর গ্যালারিতে ঝোলানোর সুযোগ পায়নি তারা।
আজ বুধবার আবারও মাঠে নামছেন রোনালদো। এবার তার সামনে প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। আজ কি সেই অপেক্ষার অবসান ঘটাতে পারবেন তিনি? ভক্তদের অপেক্ষা এখন সেটাই দেখার। ব্যানারটি উন্মোচন করতে বিলবাওয়ের বিপক্ষে দুই গোল করতে হবে তার।
তাহলেই রিয়ালের কিংবদন্তি রাউল গঞ্জালেজের সর্বোচ্চ ৩২৩ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন পর্তুগিজ সুপারস্টার। আর হ্যাটট্রিক হলে রাউলকে ছাড়িয়ে এককভাবেই রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে বসবেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা ফুটবলার।
শুধু তাই নয়, সিআর সেভেনের সামনে উকি দিচ্ছে আরেকটি কীর্তির হাতছানি। ক্লাব ও দেশের হয়ে ৫০০ গোলের অন্য মাইলফলক ছুঁতে মাত্র আরেকটি গোল প্রয়োজন সিআর সেভেনের।

নিউজবাংলা/একে