নিউজবাংলা – ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার:

সিলেট: তিন বছর ধরে নেতার সন্ধান না মিললেও এম ইলিয়াস আলীকে ভুলেনি সিলেটের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিখোঁজের দিনকে স্মরণ করার পাশাপাশি ঈদুল আজহায় নেতার নামে কোরবানি করে তারা তাকে মনে রাখছেন।

 

 

২০১২ সাল থেকে শুরু করে এবারও সিলেটে ইলিয়াস আলীর নামে কয়েক হাজার কোরবানি দেয়া হবে বলে জানা গেছে।

জানা যায়, সিলেটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা নিজেদের কোরবানির পশুতে তাদের প্রিয় নেতার নাম যুক্ত করে দিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পবিত্র ঈদুল আজহায় ইলিয়াস আলীর নিজের এলাকা বৃহত্তর সিলেটে প্রায় তিন হাজার কোরবানি তার (ইলিয়াস) নামে দেওয়া হবে।

সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান জানান, ‘আমাদের কোরবানিতে এবারও ইলিয়াস আলীর নাম যুক্ত করে কোরবানি দেব।’

একই ধরনের কথা বললেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া।

তিনি বলেন, ‘গতবারের মতো এবারও আমাদের কোরবানির পশুতে ইলিয়াস আলীর নাম দিচ্ছি। গোটা সিলেটে এর সংখ্যা কয়েকহাজার হবে।’

নিউজবাংলা/একে