নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:

রংপুর: রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক হোসি কোনিও মুসলমান হয়েছিলেন।

গত ২৭ রমজান রংপুর মহানগরীর মুন্সীপাড়ার কাদেরিয়া জামে মসজিদে ইমাম সিদ্দিক হোসেনের হাতে তিনি মুসলমান হয়েছিলেন। মুসলমান হওয়ার পর তার নাম রাখা হয় গোলাম কিবরিয়া।

ঘটনার সময় মো. জাকারিয়া ও কামরুল ইসলামসহ বেশ কয়েকজন স্থানীয় লোকজন সেখানে উপস্থিত ছিলেন। হোসি কোনিওর মুসলমান হওয়ার বিষয়টি তারাই ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

এছাড়া ওই মসজিদের ভারপ্রাপ্ত ইমাম তাজুল ইসলাম ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুদিন আগে তিনি (হোসি কোনিও) আমার পিছনে নামাজ আদায় করেছিলেন।

উল্লেখ্য, গতকাল শনিবার রংপুরের কাউনিয়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে জাপানি নাগরিক হোসি কোনিও নিহত হন।

নিউজবাংলা/একে