নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ॥
৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরার সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ঈশ্বরদীর পদ্মা নদীতে কারেন্ট জাল বিছিয়ে ইলিশ ধরা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলা মৎস অধিদপ্তর জরুরী ভিত্তিতে ৪ অক্টোবর রবিবার মোবাইল কোর্ট বসিয়ে সাড়ে তিন লাখ টাকার কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে তা পুড়িয়ে দিয়েছে।

তবে এ অপরাধে কোন জেলেকে আটক করা হয়নি।
ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মৎস সংরক্ষন আইন বাস্তবায়ন মোবাইল কোট সকাল ৮টা হতে ২টা ৩০ মিঃ পর্যন্ত পদ্মার ৩০ মাইল এলাকা জুড়ে বিশেষ করে আরমবাড়িয়া ঘাট হতে চরসাহাপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন -ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহিদ নেওয়াজ। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সাইফুল ইসলাম ইয়াহিয়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসআই তরিকুল ও সঙ্গিয় ফোর্সসহ মৎস অফিসের কর্মচারীবৃন্দ। মোবাইল কোর্ট পরিচালনার সময় ৫শ মিটার দৈর্ঘ ২০টি কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে তিন লাখ টাকা।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, নদীতে ইলিশের ডিম ছাড়া ও প্রজননের সময় হিসেবে সরকার ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা,পরিবহন ও বিক্রি নিষিদ্ধ করেছে। কিন্তু কিছু কিছু এলাকায় সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরছে। উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া বলেন, তাঁদের তৎপরতার কারণে বর্তমানে ঈশ্বরদীর পদ্মা নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন বন্ধ রয়েছে। এ ছাড়া মা ইলিশ ধরা বন্ধ করার জন্য বিভিন্ন দল কাজ করছে। এরপরও যদি কেহ ইলিশ ধরে থাকে এমন প্রমান পেলে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজবাংলা/একে