নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:

জাহাঙ্গীর আলম ,কালিহাতী (টাঙ্গাইল) :
টাঙ্গাইল-৪ কালিহাতী উপ-নির্বাচনে আলোকিত কালিহাতী সমর্থীত স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম ৪ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

এ সময় আব্দুল আলীমের পিতা আলহাজ্ব আবু বকর সিদ্দিকী সহ বিভিন্নস্তরের বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে উপজেলা চত্বরে বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “জনগণ যদি ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পায় তাহলে ভোট বিপ্লবের মাধ্যমে একজন তরুণ নির্দলীয় প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে মহান জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”
মনোনয়ন পত্র সংগ্রহ শেষে আব্দুল আলীম তার বিপুল সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে কালিহাতী উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের প্রধান প্রধান সড়কগুলো প্রায় দুই শতাধিক মোটর সাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও ট্রাক শোভাযাত্রা নিয়ে প্রদক্ষিণ করার সময় আশ-পাশের বাসাবাড়ি, দোকানপাট ও পথযাত্রীদের প্রতি শুভেচ্ছা জানান।
এ সময় বিভিন্ন এলাকার সতস্ফুর্ত জনতা কখনো হাত নেড়ে, কখনো বা আলীম ভাই- আলীম ভাই বলে শ্লোগানে এলাকা মুখরিত করে তুলেছিলেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, আলোকিত কালিহাতীর সহ-সভাপতি ও কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রশিদ আহাম্মদ আব্বাসী, আলোকিত কালিহাতীর সাধারণ সম্পাদক এইচ.এম হাবিবুর রহমান সরকার, কালিহাতী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান, আলোকিত কালিহাতীর নেতা খলিলুর রহমান খান, কালিহাতী প্রেসক্লাবের সাংগঠনিক সস্পাদক মৃদুল চৌধুরী, আলোকিত কালিহাতীর কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম (মেয়র), মানবজমিনের কালিহাতী প্রতিনিধি শাহীন আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক ইনতেজারের স্টাফ রিপোর্টার শরিফুল ইসলাম, ময়ছের প্রামানিক, জুব্বার শিকদার, আবুল হোসেন মাতাব্বর, মকবুল হোসেন, রাজু মিয়া, আব্দুর রশিদ, আশরাফুল ইসলাম, যুবনেতা শাহআলম প্রমুখ।

নিউজবাংলা/একে