মোটরসাইকেলে একজনের বেশি নয়
নিউজবাংলা: ৪ অক্টোবর –রবিবার:
ঢাকা: দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতেই বিদেশিদের হত্যা করা হচ্ছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ রবিবার সচিবালয়ে স্বরাস্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিদেশী নাগরিকদের নজরদারিতে রাখতে সকল জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া সারাদেশে মোটরসাইকেলে একজনের বেশি উঠতে পারবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।দুইজন বা তিনজন মোটরসাইকেলে উঠলেই তারা তল্লাশির মুখে পরবেন তাদের নামিয়ে দেয়া হবে।পুলিশকে সেরকম দির্দেশনাই দেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বিদেশি হত্যাকাণ্ডে আইএসের দায়িত্ব স্বীকারের কথা উঠেছে। আমি বলব, এসব হত্যাকাণ্ডে আইএসের জড়িত থাকার প্রশ্নই আসে না। আমি বারবার বলছি, আবারও জোর দিয়ে বলছি, বাংলাদেশে আইএসের কোনো সংগঠন নেই।
তবে যারা বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, তারা বাংলাদেশে আসা-যাওয়ার মধ্যে এ ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বাংলাদেশে আমরা কোনো জঙ্গি সংগঠনকে মাথাচাড়া দিয়ে উঠতে দিইনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। হত্যাকাণ্ড দুটি একই ধরনের। বাংলাদেশি যুবকরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে আমরা মনে করছি।
তিনি বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে এমন কিছু করা হচ্ছে। দুইজন যুদ্ধাপরাধীর বিচার শেষ পর্যায়ে রয়েছে, তাদের বিচার বাধাগ্রস্ত করতে এগুলো করা হচ্ছে।
নিউজবাংলা/একে