নিউজবাংলা: ৬অক্টোবর, মঙ্গলবার:

ঢাকা: মেষ: কর্মক্ষেত্রে কুচক্রীর বিরূপতায় উন্নতি ব্যাহত হতে পারে। বিবাদবিতর্কের জেরে বিপত্তির আশঙ্কা। বন্ধুর সঙ্গে মনোমালিন্যের অবসান।

বৃষ: প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সূত্রে একাধিক কাজের সুযোগ। সমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয়। স্বাস্থ্যের দিক থেকে বিশেষ চিন্তার কারণ নেই।

মিথুন: আগুপিছু না-ভেবে শেয়ারে বাড়তি বিনিয়োগ করলে ক্ষতি হতে পারে। নবনির্মাণের জন্য আর্থিক পরিকল্পনা। অস্থিসন্ধির সমস্যা ভোগাবে।

কর্কট: উদ্যমের অভাবে কর্মপরিকল্পনা ভন্ডুল হয়ে যেতে পারে। বেফাঁস মন্তব্যে স্বজনমহলে বিড়ম্বনা। স্বামী-স্ত্রীর মতানৈক্য দূর হতে পারে।

সিংহ: প্রেমপ্রণয়ে অভাবিত সূর্যোদয়। অত্যাবশ্যক ব্যয় সামাল দিতে হিমশিম খেতে হতে পারে।

কন্যা: চাকরির ক্ষেত্রে বদলির সম্ভাবনায় মানসিক চাপ। মামলার ফল সন্তোষজনক না-ও হতে পারে। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।

তুলা: ব্যবসা সম্প্রসারণে অর্থের সংস্থান হতে পারে। হৃত দ্রব্যার্থ উদ্ধারের সম্ভাবনা। উপকারের প্রতিদান পাবেন না।

বৃশ্চিক: বিকল্প কর্মজীবিকার সন্ধান সফল হতে পারে। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা। জলপথ এড়ানোই ভাল।

ধনু: কর্মক্ষেত্রে পরিকল্পনায় ত্রুটিতে সংশোধন করে বাহবা পেতে পারেন। অসাবধানতার জেরে অর্থক্ষতি। স্বজনবান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি ও অশান্তি।

মকর: কর্মক্ষেত্রে কুচক্রীদের বিরূপতা সত্ত্বেও উন্নতির শুভ ইঙ্গিত। খেলাধুলোয় কৃতিত্বের বিশেষ স্বীকৃতির সম্ভাবনা। ঘনিষ্ঠা বন্ধু বা স্বজনের সঙ্গে বিবাদে ক্লেশ।

কুম্ভ: শত্রুর ষড়যন্ত্র ভেস্তে দিয়ে সমুচিত জবাব। আপাতত বৃত্তি পরিবর্তনের ঝুঁকি না-নেওয়াই সমীচীন। সম্পত্তি-সমস্যার সমাধান হতে পারে।

মীন: বহু শ্রম ও অধ্যবসায়ের পুরস্কার মিলতে পারে। ললিতকলায় কৃতিত্বের স্বীকৃতি। নিকটজনের অনৈতিক কাজকর্মে পরিবারে অসন্তোষ।

 

 

নিউজবাংলা/একে: