নিউজবাংলা: ৬অক্টোবর, মঙ্গলবার:

গাজীপুর সংবাদদাতা:

গাজীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ও কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই এক যাত্রী নিহত ও তিনজন আহত হন।

আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। বাকি আহতরা সেখানে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া ভোরে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাসের হেলপারসহ দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজেন্দ্র বর্মন (৩৫) নামে এক পথচারীর নাম জানা গেছে।

নিহত রাজেন্দ্র বর্মন গাজীপুর সদর উপজেলার লুটিয়ারচালা গ্রামের জ্ঞান মোহন বর্মনের ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, ভোরে ভবানীপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর উঠে যায়। এ সময় চাপা পড়ে বাসের হেলপার নিহত হয়।

একই স্থানে রাস্তা পার হয়োর সময় মাওনাগামী শ্রমিক বহনকারী বাসের চাপায় রাজেন্দ্র বর্মন নিহত হন। লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজবাংলা/একে