নিউজবাংলা: ৬অক্টোবর, মঙ্গলবার:

ঢাকা: কুকুর ছানা দেখতে না দেয়ায় আট বছরের মেয়েটিকে গুলি করে হত্যা করেছে ১১ বছরের এক বালক।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিবিসি এ খবর জানিয়েছে।

 

 

ছেলেটির বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে পুলিশ। ২৮ অক্টোবর তাকে আদালতে হাজির করা হবে।

পুলিশ জানায়, বাবার শটগান নিয়ে ছেলেটি প্রতিবেশী ম্যাকাইলা ডায়ার নামের ওই বাচ্চা মেয়েটিকে গুলি করে। কারণ সে তাকে তার কুকুর ছানাটি দেখতে দিতে চায়নি।

পাশাপাশি বাড়ি হওয়ায় তারা প্রায়ই একসাথে খেলাখুলা করত এবং একই স্কুলেও পড়ত।

চেসটিটি অরউড নামের এক প্রতিবেশীর ভাষ্য, তিনি গুলির শব্দ শোনার পর দেখেন, ম্যাকাইলা গুলিবিদ্ধ হয়ে ঘাসের উপর পড়ে আছে।

যুক্তরাষ্ট্রে অস্ত্রের ব্যবহার নিয়ে কাজ করা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ নামের একটি সংস্থা জানিয়েছে, এ বছরেই আমেরিকায় ১১ বছরের নিচে ৫৫৯টি শিশু অস্ত্র সহিংসতায় মারা গেছে বা আহত হয়েছে।

 

নিউজবাংলা/একে