নিউজবাংলা: ৬অক্টোবর, মঙ্গলবার:

ঢাকা: দল পুনর্গঠন প্রক্রিয়ায় বাধা দিতেই সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় চার্জশিট দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

 

আজ মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সরকার আর কাউকে রাজনীতি করার সুযোগ দিতে চায়না। এজন্যই মিথ্যা মামলা দিচ্ছে।

তিনি বলেন, বর্তমান সরকার মামলাবাজ সরকার। প্রবীণ জননেতা তরিকুল ইসলাম গুরুতর অসুস্থ। তার বিরুদ্ধে নাশকতার মামলা অযৌক্তিক। তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়েছিলেন। তিনি যাতে চিকিৎসা নিতে না পারেন সেজন্য একটি ঘটনায় পরিকল্পতভাবে তাকে জড়ানো হয়েছে। মামলার এজাহারে যশোর জেলার বিএনপির সব সিনিয়র নেতাদের আসামি করা হয়েছে। জেলা বিএনপি সেক্রেটারি সাবেরুল হক সাবুসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে বাসা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ কাল্পনিক ও বানোয়াট। আসলে সরকারের উদ্দেশ্য বিএনপির কার্যক্রম বন্ধ করা এবং তরিকুলকে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঠেলে দেয়া।

তিনি বলেন, আমরা সরকারের এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। সেইসাথে খন্দকার মোশাররফ, রুহুল কবির রিজভীসহ সবার মুক্তি দাবি করছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্মমহাসচিব মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, আব্দুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

 

নিউজবাংলা/একে