ঈশ্বরদীতে খ্রীষ্টান মিশনের ফাদারকে হত্যা চেষ্টার অভিযোগে ১জন গ্রেফতার
নিউজবাংলা: ৬অক্টোবর, মঙ্গলবার:
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
ঈশ্বরদীতে খ্রীষ্টান মিশনের ফাদার লুই সরকারকে হত্যা চেষ্টার অভিযোগে সোমবার গভীর রাতে ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া গ্রাম থেকে ওবায়দুল ইসলাম (২৮) নামে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
তার পিতার নাম আব্দুস সামাদ।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাস জানান, গ্রেফতারকৃত ওবায়দুল একজন শিবির ক্যাডার। তার বিরুদ্ধে ঢাকা ও ঈশ্বরদী থানায় একাধিক মামলা আছে। সে ফেরারি আসামি।
এদিকে ফাদারকে হত্যা প্রচেষ্টার ঘটনায় ৩জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ১১,তাং ৫/১০/১৫। মামলার বাদী লুই সরকার। আসামি ৩জন। আটককৃত ওবায়দুলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অপরদিকে, ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির এসআই সুজাউল ইসলাম হত্যাকান্ডের সাথে জড়িতদের পুলিশ গ্রেফতার করতে পারেনি।
এসআই সুজাউল ইসলাম
তবে গত রাতে পাকশীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে জীবন,সেতু,জীম,রুবেল,মানিক ,চমন ও শিশির ওরফে তুফানকে বাড়িতে না পেয়ে তাদের বাড়িঘরে ভাংচুর চালায়। যাদের বাড়িতে হামলা করা হয়েছে তারা প্রত্যেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
নিউজবাংলা/একে