বাপ্পি নতুন নায়িকায় মুগ্ধ
            
            
              নিউজবাংলা: সোমবার, ২৯ জুন:
              ছবির নাম ‘মিসকল’। তার মহরত হল শনিবার সন্ধ্যায়। ছবির এমন নামকরণ কেন? রহস্যের হাসি হেসে পরিচালক সাফি উদ্দিন সাফি বললেন, ‘নায়ক বাপ্পি শুধু মিসকল দেয় তো এজন্য।’ তার মানে তিনি গল্প এখনি প্রকাশ করতে চান না।
              
              গল্প প্রকাশ করতে না চাইলেও পরিচয় করিয়ে দিলেন এক নতুন মুখের সাথে। ছবির নায়িকা মুগ্ধতা মুগ্ধ। এটিই তার প্রথম কাজ। এর আগে কোন কাজ করেননি মিডিয়ায়। ছোট বেলা থেকে নাচ শিখেছেন। অভিনয় না শেখা হলেও ভার্সিটির বিভিন্ন প্রোগ্রামে টুকটাক করা হয়েছে। স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী উচ্ছ্বাসের সুরে জানালেন তার চলচ্চিত্রে আশার গল্প।
              ‘সাফি ভাইয়া ফেসবুকে নায়িকা চেয়ে স্ট্যাটাস দিলে তার সাথে যোগাযোগ করি। উনি পছন্দ করলেন। গল্প ও চরিত্র শুনলাম। ভাল লাগল। ব্যস! চুক্তিবদ্ধ হয়ে গেলাম।’
              ছবিতে তার বিপরীতে আছেন বাপ্পি চৌধুরী। ভাঙ্গা পা নিয়ে এসেছিলেন মহরতে। ‘বাজে ছেলে-দ্য লোফার’-এর সেটে পা মচকে যায় তার। বললেন, ‘এ ছবিতে কাজ করার জন্য আমি গ্রুমিং করব কিছুদিন। আমাকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চরিত্রে দেখা যাবে।’
              নায়িকা কেমন লাগল? ‘আমি আসলেই তার রূপে মুগ্ধ।’ বললেন, বাপ্পি।
              শওকত আলী ইমনের স্টুডিও ভেলোসিটিতে ‘দেখছি চেয়ে চেয়ে তোমাকে’ শিরোনামের গানের রেকর্ডিংয়ের মাধ্যমে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। তিনি বললেন, ‘আমি খুব কমই চলচ্চিত্রের গান করি। তার উপর অন্যের সুর ও সঙ্গীতে খুব একটা করা হয়-ই না। কিন্তু এ গানটির কথা ও সুর ভাল লেগে যাওয়ায় গাইলাম।’
              ছবির পাঁচটি গানের সব কয়টির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজন করছেন শওকত আলী ইমন। আগামী সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হচ্ছে। গানগুলোর শুটিং ভিয়েতনামে হবার কথা রয়েছে।
              উল্লেখ্য, মহরত অনুষ্ঠানে পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার উপস্থিত থেকে শুভ কামনা জানান।
              এএইচআই মুভিজের ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন এজাজুল হক ইকবাল।
              
              
              নিউজবাংলা/একে