নিউজবাংলা: মঙ্গলবার, ৩০জুন:
পবিপ্রবি : ১০দিনের গ্রীষ্মকালীন ছুটি শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) খুলছে আগামীকাল (বুধবার)। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
পবিপ্রবি’র রেজিস্ট্রার প্রফেসর ড. সুলতান মাহমুদ জানান, ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ-পরীক্ষা সমূহ আগামী ১ জুলাই থেকে অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার জন্য আজ (মঙ্গলবার) সকালে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ,ডাইনিং ও ক্যান্টিন খুলে দেয়া হয়েছে।
এদিকে গ্রীষ্মের ছুটি শেষে প্রাণ ফিরছে পবিপ্রবিতে। বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বর, ১নং গেইট, ২নং গেইট, বকুল তলা, লাইব্রেরী চত্বর, দুলা ভাইয়ের দোকান, নৌকা চত্বর, শহীদ মিনারের পাদদেশে শিক্ষার্থীদের জমজমাট আড্ডায় ব্যস্ত হতে দেখা গেছে।