নিউজবাংলা: সোমবার, ২৯জুন:

ঢাকা: কোনো শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, শিক্ষক দ্বারা যৌন নির্যাতন চালানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত।

সোমবার সকালে জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য বেগম নূর-ই-হাসনা লিলি চৌধুরীর টেবিলে উত্থাপিত মৌখিক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

সরকার দলীয় সদস্য মো. মকবুল হোসেনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোচিং বাণিজ্য বন্ধে একটি নীতিমালা প্রণয়ন করা হয়েছে। নীতিমালা বাস্তবায়নের জন্য জেলা এবং উপজেলা পর্যায়ে পৃথক মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি তৎপর রয়েছে।

কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে কোচিং বাণিজ্যে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এতে কোচিং বাণিজ্য বন্ধে অগ্রগতি হয়েছে।

এছাড়া একই শিক্ষা প্রতিষ্ঠানে যেসব শিক্ষক দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের বদলীর ব্যবস্থা করা হচ্ছে বলে সংসদকে জানান শিক্ষামন্ত্রী।

নিউজবাংলা/একে