ভারতে যৌথ হামলার প্রস্তুতি নিচ্ছে আইএস-আল কায়দা: রাজনাথ সিং
নিউজবাংলা: ১জুলাই, বুধবার:
ঢাকা: আল কায়দা ও আইএস যৌথ ভাবে ভারতে খুব শীঘ্রই একটি বড় ধরনের জঙ্গি আক্রমণের জন্য তৈরি হচ্ছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এ তথ্য জানিয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা যায়, সুকৌশলে পুরনো কর্মপদ্ধতি বদলে এই সংগঠন বিশেষ ভাবে সন্ত্রাসের জন্য ব্লু-প্রিন্ট তৈরি করে ফেলেছে। এই জিহাদি গোষ্ঠীগুলো সিরিয়া ও ইরাকে বিশেষ ভাবে সক্রিয়। প্রায় ১৭ হাজার জিহাদি এই গোষ্ঠীগুলোতে যুক্ত হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া, উত্তর আফ্রিকা এবং উপসাগরীয় অঞ্চলে এরা সক্রিয়। আল কায়দার নেতৃত্ব আনুষ্ঠানিক ভাবে আইএসের সঙ্গে নিজেদের সংযুক্তি ঘোষণা করেছে।
এরপর যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ ও অস্ট্রেলিয়াতে যেমন ছড়িয়ে পড়েছে, তেমনই ভারত, পাকিস্তান ও আফগানিস্তানেও এরা ছড়িয়ে পড়েছে।
রাজনাথ সিং বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির কাছে সতর্কবার্তা পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করছে। কাশ্মীরে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ার পর জঙ্গিদের মধ্যে হতাশা এসেছে। সেই হতাশা কাটানোর জন্য উপত্যকায় একটা বড় ধরনের সন্ত্রাসবাদী হামলার চেষ্টা চলছে।’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জিহাদ নামক শব্দটিতে কোরআনে অন্য ভাবে ব্যবহার করা হয়েছিল। বলা হয়েছিল, এই পৃথিবীতে ঈশ্বরের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটি বিশেষ কাজ হল জিহাদ। কিন্তু এই জিহাদ নামক শব্দটি অপব্যবহার করে জঙ্গিরা এ দেশে সন্ত্রাসের আবহ তৈরি করছে।’
রাজনাথ বলেন, ‘এই আইএস-র কার্যকলাপ সম্পূর্ণ আধুনিক। এরা ২০১৪-র জুলাই মাসে ডাবিক নামে একটি ইংরেজি পত্রিকা বের করেছে। খবর এসেছে, কাশ্মীর ও কেরেলার মতো রাজ্যে এই পত্রিকা বেআইনি ভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এরা এখন সোশ্যাল মিডিয়া, পত্রিকার মাধ্যমে সন্ত্রাসের মনস্তত্ত্বকে মতাদর্শের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করছে।
নিউজবাংলা/একে