নিউজবাংলা: ৮জুলাই, বুধবার:

ঢাকা : ৩টি ওয়ানডে এবং ২টি টি-২০ খেলতে জিম্বাবুয়ে সফরে গেছে আজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবার রাতে রাহানে ও হরভজনরা জিম্বাবুয়ের মাটিতে পা রাখেন।

টানা ক্রিকেটের মধ্যে থাকায় মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মতো দলের সিনিয়র খেলোয়াড়দের এই সিরিজ থেকে অব্যাহতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

মঙ্গলবার রাতে জিম্বাবুয়েতে পৌঁছে ভারতীয় দল উষ্ণ অভ্যর্থনা পেয়েছে বলে ১৫ সদস্যের দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড় হরভজন সিং এক টুইট-বার্তায় জানান।

টুইট-বার্তায় হরভজন মঙ্গলবার রাতে লিখেন, ‘আমরা জিম্বাবুয়ের হারারে’তে পৌঁছেছি। হোটেলে ঢোকার মুখে স্থানীয় জনতা আমাদের উষ্ণ অভ্যর্থনা জানায়। শুভ রাত্রি, ভারত।’

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস মাঠে আগামী ১০ জুলাই প্রথম ওয়ানডে দিয়ে ভারত ও জিম্বাবুয়ের মধ্যকার সিরিজ শুরু হবে। এরপর ১২ ও ১৪ জুলাই একই মাঠে দল দুটি সিরিজের শেষ দুটি ম্যাচে মুখোমুখি হবে। ওয়ানডে সিরিজের পর একই মাঠে তারা দুই ম্যাচে টি-২০ সিরিজে মুখোমুখি হবে।

নিউজবাংলা/একে