নিউজবাংলা: ১৪ জুলাই, মঙ্গলবার :
ঢাকা: জীবাশ্ম তেল, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির (ব্যাটারি, সোলার পাওয়ার) পর এবার এসেছে থোরিয়াম ব্যবহৃত গাড়ি নির্মাণের উদ্যোগ।
থোরিয়াম ব্যবহারের ফলে তেল ছাড়াই গাড়ি চলবে লাইফ গ্যারান্টি নিয়ে। অন্তত ১০০ বছর তেল ছাড়াই ব্যবহার করা যাবে এ গাড়ি। ইতোমধ্যে এ গাড়ির ডিজাইনও তৈরি করা হয়েছে।