নিউজবাংলা: ১৪ জুলাই, মঙ্গলবার :

ঢাকা: রাশিয়ায় একটি ফুটবল স্টেডিয়ামকে সাময়িকভাবে সাঁতারের ভেন্যুতে পরিণত করা হয়েছে। সবুজ মাঠের ওপর বসানো হয়েছে অলিম্পিকের সুইমিং পুলের সমান দুটো পুল। স্টেডিয়ামটির নাম কাজান অ্যারেনা।

ওই স্টেডিয়ামে সাধারণত রুশ প্রিমিয়ার লীগের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু এই গ্রীষ্ম মৌসুমে সেখানে দুসপ্তাহের জন্যে ফুটবল ম্যাচ বন্ধ থাকবে।

এসময় সেখানে বিশ্ব অ্যাকুয়াটিক্স চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হবে। অস্থায়ী এই একজোড়া পুল বসানোর পাশাপাশি স্টেডিয়ামের ওপর একটি ছাদও বসানো হয়েছে। বসানো হয়েছে দর্শকদের জন্যে কিছু আসনের সারি যেখানে ১১ হাজার দর্শক বসতে পারবেন।

কাজানে আগে থেকেই একটি সুইমিং পুল আছে কিন্তু আরো দর্শকের জন্যে জায়গা করার লক্ষ্যেই সেখানে নতুন দুটো পুল বসানো হলো।

কাজানের এক কর্মকর্তা বলেন, সুইমিং পুল বসানোর আগে তারা লন্ডনে ওয়েম্বলি ও এমিরেটস স্টেডিয়ামের সঙ্গে যোগাযোগ করে এবিষয়ে পরামর্শ নিয়েছেন।

 

নিউজবাংলা/একে