আসল নায়ক মুক্তিযোদ্ধারা: মাশরাফি
            
            
              
নিউজবাংলা: ১৭ জুলাই, শুক্রবার :
              ঢাকা: মাশরাফি বিন মুর্তজা; সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক। ক্রিকেট মানসিকতার দিক থেকে তিনি নি:সন্দেহে বাংলাদেশের সব ক্রিকেটারদের থেকে এগিয়ে। আর সেটা আরেকবার বোঝা গেল তার দেয়া একটি সাক্ষাৎকারে।
              
              দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক পত্রিকা ডেইলি স্টারে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমরা নায়ক নই, নায়ক মুক্তিযোদ্ধারা। দেশের জন্য জীবনবাজি রেখেছেন যারা। আমরা দেশের জন্য কোন স্যাক্রিফাইস করিনি।
               
              শুধু মানুষকে আনন্দ দেবার চেষ্টা করি। ক্রিকেটই জীবনের সবকিছু নয়।’ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ বাতলে দিলেন। উচ্ছ্বাস প্রকাশ করলেন সতীর্থদের নিয়ে, ‘আমি বলে রাখলাম, তামিম, মুশফিক, সৌম্য ১০ হাজার রান করবে।
              সাকিব ১০ হাজার রানের সাথে ৪০০ উইকেট নিবে। মুস্তাফিজ ৪০০ উইকেট নিবে। বাংলাদেশ সেরা প্রতিভার জন্ম দিবে যদি পয়সাকড়ির টি-টোয়েন্টি লিগ গুলো বাগড়া না দেয়।
               
              
              নিউজবাংলা/একে