নিউজবাংলা: ১৭ জুলাই, শুক্রবার :

বান্দরবন প্রতিনিধি:

বাংলাদেশের বান্দরবনে উদ্ধার হওয়া মিয়ানমারের অপহৃত দুই সেনাকে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।

বর্ডার গার্ড বাংলাদেশের গণসংযোগ কর্মকর্তা (বিজিবি) মহসীন রেজা বলেন, বাংলাদেশে উদ্ধার হওয়া মিয়ানমারের ২ সেনা সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে বিজিবি জানিয়েছিল, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা সে দেশের দুই সেনাকে অপহরণ করে। পরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানের সময় গভীর জঙ্গল থেকে তাঁদের উদ্ধার করা হয়।

 

নিউজবাংলা/একে