নিউজবাংলা: ১৭ জুলাই, শুক্রবার :

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সৈয়দ আশরাফকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ায় আমরা রাজনীতিতে আরেকটি চমক দেখলাম।

তবে রাজনীতিতে চমক বা আকস্মিক কোনো কিছু মোটেই গ্রহণযোগ্য নয়। রাজনীতি হতে হবে সুচিন্তিত। চমক বা আকস্মিক রাজনীতি নীতিহীন। আমরা যেন আর এ ধরনের সঙ্কটে না পড়ি।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় এ সব কথা বলেন তিনি।

সুরঞ্জিত বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দপ্তরবিহীন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে রাজনীতিতে আবারো প্রজ্ঞার পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আমার রাজনীতির জীবনে সর্বোচ্চ নির্বাহী ক্ষমতায় যারা ছিলেন তাদের মধ্যে শেখ হাসিনার মতো শক্তিশালী ও প্রজ্ঞাবান দেখিনি।

সিলেটের রাজন হত্যা সম্পর্কে আওয়ামী লীগের এ নেতা বলেন, রাজন হত্যাকাণ্ডের ঘটনা যেন নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় মতো না হয়। এখনও নারায়ণগঞ্জের ঘটনায় প্রধান আসামি নুর হোসেনকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারেনি। এসব হত্যাকাণ্ড জাতীয় মানসিক বিকৃতি। অপরাধী জগতের এটি বিকৃত রূপ। এবিষয়ে এখনই সতর্ক হতে হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক নারায়ণ দেবনাথের সভাপতিত্বে আলোচান সভায় আরও উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।

নিউজবাংলা/একে