নিউজবাংলা: ২০জুলাই, সোমবার :

ঢাকা: নির্যাতন, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত চাদের সাবেক স্বৈরশাসক হাইসেন হাবরে অবশেষে বিচারের সম্মুখীন হতে চলেছেন।

সেনেগালে হিউমেন রাইটস ওয়াচ সংক্ষেপে এইচআরডব্লিউ তার বিচার করতে যাচ্ছে বলে আল জাজিরা জানিয়েছে।
সেনেগালের এক বিশেষ আদালতে সোমবার থেকে তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে। তিনি হচ্ছেন আফ্রিক মহাদেশের প্রথম কোনো শাসক মানবতা বিরোধী অপরাধে যিনি বিচারের সম্মুখীন হচ্ছেন। তাই অনেকে একে আফ্রিকার ন্যায়বিচারের মাইলস্টোন হিসেবে দেখছেন।
দীর্ঘ কয়েক বছর ধরেই তার বিচারের প্রস্তুতি চলছিল। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হাইসেন হাবরেকে বিশেষ ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছিল সেনেগাল সরকার। এর আগে ২০১২ সালে হাবরের বিচারের জন্য একটি আদালত গঠনের চুক্তিতে সই করে সেনেগাল এবং আফ্রিকান ইউনিয়ন (এইউ)। চুক্তির পর ২০১৩ সালের জুনে হাবরেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকেই ‘আফ্রিকার পিনোশে’ নামে খ্যাত হাইসেন হাবরে সেনেগালের রাজধানী ডাকারে বন্দী রয়েছেন। তবে বন্দি হওয়ার আগে সেনেগালে গত ২২ বছর ধরে নির্বাসিত ছিলেন চাদের এই সাবেক প্রেসিডেন্ট।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ৭২ বছর বয়সী হাইসেন হাবরের আট বছরের শাসনামলে ৪০ হাজার লোককে হত্যা করা হয়। তিনি তাঁর বিরোধীতাকারী এবং আদিবাসী সম্প্রদায়গুলোর ওপর তীব্র নিপীড়ন চালিয়েছিলেন।

নিউজবাংলা/একে