Breaking News
  • ঝালকাঠিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
  • বালিয়াডাঙ্গী ধনতলা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন
  • স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাসাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল
  • টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
  • ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, নিহত ৫

রাজধানীতে বেকারী ও মিষ্টান্ন তৈরীকারী প্রতিষ্ঠান’কে ৫ লক্ষ টাকা জরিমানা

নিউজবাংলা: ০৭ জানুয়ারি, বৃহঃবার:

ঢাকা:  রাজধানীর তুরাগ ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তিনটি বেকারী ও মিষ্টান্ন তৈরীকারী প্রতিষ্ঠানকে মোট পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

৫-এপিবিএন ও ঢাকা জেলা প্রশাসন এর যৌথ অভিযানে বিএসটিআই এর অনুমোদন ছাড়াই অপরিচ্ছন্ন, নোংরা পরিবেশে খাদ্য দ্রব্য প্রস্তুুত ও ক্ষতিকারক রাসায়নিক উপাদান ব্যবহার করায় তাদেরকে এ জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব তৌহিদ এলাহী।

৫-এপিবিএন এর সহকারী পুলিশ সুপার জনাব এ.এস.এম. হাফিজুর রহমান জানায়, এয়ারপোর্ট সংলগ্ন বাউনিয়া এলাকায় অবস্থিত একতা বেকারী এবং শাহজালাল বেকারী দীর্ঘদিন যাবৎ বিএসটিআই এর অনুমোদন ছাড়াই নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে এবং মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়াই বেকারী পণ্য প্রস্তুুত করে আসছিল। এসব বেকারীতে নিম্ন মানের আটা, ময়দা এবং চিনির পরিবর্তে সোডিয়াম সাইক্লোমেট বা ঘন চিনি দিয়ে বিভিন্ন ধরণের কেক, বিস্কুট ও বেকারী পণ্য তৈরী করে আসছিল। অভিযান পরিচালনাকালে এসব বেকারী কারখানায় তেলাপোকা, ইঁদুর, ও বিভিন্ন ধরনের পোকামাকড় দেখা গেছে। আবার তুরাগ এলাকায় বিক্রমপুর/সৌরভ মিষ্টান্ন ভান্ডারে অভিযান পরিচালনাকালে দেখা যায়, আরেক ভয়াবহ চিত্র। এ মিষ্টান্ন তৈরী প্রতিষ্ঠানটিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের লাল, নীল ও বেগুনী রং এর টেক্সটাইল কালার। এসব টেক্সটাইল রং মূলত কাপড় তৈরীতে ব্যবহার করা হয়। এছাড়া এ প্রতিষ্ঠানটি বনস্পতি দিয়ে খাঁটি গাওয়া ঘি তৈরী করে আসছিল। যা মোটেও স্বাস্থ্যসম্মত নয়। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরণের বিষাক্ত উপাদান দিয়ে মিষ্টি, দই, ঘি এবং লাডু তৈরী করে আসছিল।দীর্ঘদিন ধরে তাদেরকে পর্যবেক্ষনের পর আজ ০৭/০১/২০১৬ খ্রিঃ বেলা ১১.০০ ঘটিকা হতে দুপুর ১৪.০০ ঘটিকা পর্যন্ত এপিবিএন-৫ এর অপারেশন টীম এ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে বিপুল পরিমান ভেজাল ও মেয়াদোত্তীর্ণ বিস্কুট, কেক, ঘি, দই ও মিষ্টি ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদ এলাহী, ঢাকা জেলা প্রশাসন জানান, বিএসটিআই আইন ও ভোক্তা অধিকার আইনে একতা বেকারী মালিক’কে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড, শাহজালাল বেকারী মালিক’কে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড এবং বিক্রমপুর সুইটসের মালিক’কে ২ লক্ষ টাকা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অভিযানে বিএসটিআই এর ফিল্ড অফিসার মোঃ খাইরুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজবাংলা/প্রেস বিজ্ঞপ্তি/একে

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*