নিউজবাংলা: ০৭ জানুয়ারি, বৃহঃবার
টাঙ্গাইল প্রতিনিধি:
ভূমিকম্পে ফাটল দেখা দেয়ায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ভিসির সভাপতিত্বে বিভাগীয় প্রধান ও শিক্ষকদের নিয়ে দুপুরে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
মেয়েদের একমাত্র আবানিক ভবন শহীদ জাহানারা ইমাম হলে ভূমিকম্পে ফাটল দেখা দেয়। এরফলে আতঙ্কিত হয়ে পড়ে আবাসিক ছাত্রীরা। পরে আজ (বৃহস্পতিবার) বিকেলে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৯ জানুয়ারি থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সময়ে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুয়েট থেকে বিশেষজ্ঞ দল পরীক্ষা করার পর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বলেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ ভবনে অবস্থান করা মেয়েরা আতঙ্কিত হয়ে পড়ার কারণে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নিউজবাংলা/একে
Comments
comments