নিউজবাংলা: ২৮জুলাই : মঙ্গলবার
ঢাকা: বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মতো কান্ট্রি গেটওয়ে অফিস বা পূর্ণাঙ্গ কার্যালয় খুলতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)।

 

সংস্থাটির কর্মকর্তরা জানান, বাংলাদেশে আইডিবির ঋণ ও অনুদানের পরিমাণ বাড়ছে। তাই পূর্ণাঙ্গ অফিস স্থাপন করতে চায় আইডিবি। যাকে কান্ট্রি গেটওয়ে অফিস বলে উল্লেখ করা হয়েছে সংস্থাটির প্রস্তাবে।

এ বিষয়ে আইডিবির বাংলাদেশ ফিল্ড অফিসের পরিচালক আবদুল করিম জানান, এটি হলে জেদ্দার প্রধান কার্যালয়ের ওপর নির্ভরতা কমে যাবে। এখানে অনেক লোকজন কাজ করবে। ফলে বাংলাদেশের সঙ্গে কার্যক্রম পরিচালনায় গতি ফিরে আসবে। যা উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, আইডিবির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অফিস স্থাপনের বিষয়ে আলোচনা শেষ হয়েছে। শিগগিরই জেদ্দায় প্রধান কার্যালয়ে চুক্তি সই হবে।

তেল আমদানিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাংলাদেশকে ঋণ সহায়তা দিয়ে থাকে আইডিবি। স্থানীয় পূর্ণাঙ্গ কার্যালয় না থাকায় জেদ্দাভিত্তিক সংস্থাটির ঋণ অনুমোদন, দরপত্র মূল্যায়ন ও অনুমোদন এবং অর্থছাড় প্রক্রিয়ায় অনেক দেরি হচ্ছে। এসব প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশে কান্ট্রি অফিস চালুর অনুমতি প্রস্তাব দেয় আইডিবি।

ইআরডি যুগ্ম সচিব (মধ্যপ্রাচ্য এবং প্রশাসন) আমজাদ হোসেন জানান, ১৪টি প্রকল্পের বিপরীতে আইডিবির ৮০ কোটি ডলারের ঋণ সহায়তা চলমান রয়েছে। কৃষি, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো খাতে সংস্থাটির আর্থিক সহায়তা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

নিউজবাংলা/একে