নিউজবাংলা: ১৩ জানুয়ারি, বুধবার:
মো.ইমরান,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাদের সাথে মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংলাপে ওই ইউনিয়নের জনগণ অশংগ্রহন করে।
বিশ্ব ব্যাংকের আর্থিক ও মানুষের জন্য ফাউন্ডেশন’র কারিগরি সহায়তায় ‘সেবা প্রকল্পের’ আওতায় উন্নয়ন সংগঠন এনএসএস এ সংলাপের আয়োজন করেন। বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপ জনমতের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, বিশেষ অতিথির লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেন, এনএসএস প্রধান কার্যালয়ের কর্মকর্তা হাসানুল বান্না প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সেবা প্রকল্পের সমন্বয়কারী মোস্তাফিজুর রহমানের। এ সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী-পেশার দেড় শতাধিক জনগণের উপস্থিতিতে বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান করেন ওই ইনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা।
নিউজবাংলা/একে
Comments
comments