Breaking News
  • বড়াইগ্রামে নবনির্বাচিত মেয়র, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রিয়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
  • কলাপাড়ায় বিদায়ী ইউএনওর সঙ্গে কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের মতবিনিময় সভা
  • কুয়াকাটার শেখ রাসেল সেতুটি এখন ভ্রমন পিপাসু মানুষের কাছে বাড়তি এক বিনোদন কেন্দ্র্র
  • রাজাপুরের সোহেল হত্যা মামলা সিআইডিতে নেয়ার দাবীতে সংবাদ সম্মেলন
  • ধর্মের নামে যারা বিভিন্ন অজুহাত দিয়ে সরকারের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়…..শিল্পমন্ত্রী আমির হোসেন আমু

কলাপাড়ায় এক হাজার টাকা দিয়ে কৃষি কাজ শুরু করে যুবক এখন লাখ পতি

নিউজবাংলা: ১৩ জানুয়ারি, বুধবার:

মো.ইমরান,কলাপাড়া(পটুয়াখাল) প্রতিনিধি ॥

কলাপাড়া উপজেলায় মাছ ও সবজি চাষ করে সাবলম্বি হয়েছেন সৌরভ শিকদার (৩১) নামের এক যুবক।

ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার পরও যে পাশাপাশি কাজ করে স্বাবলম্বি হওয়া যায় তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত কলাপাড়ার সৌরভ শিকদার। পেয়েছেন স্থানীয় পর্যায়ে বেশ কয়েকটি পুরূস্কারও। মাত্র এক হাজার টাকা পুজিঁ দিয়ে তিনি এখন লক্ষ টাকার মালিক। এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। সবজি চাষ করার সুবাদে নিজে যেমনি হয়েছেন সাবলম্বি, তেমনি তার পরিবারেও এসেছে স্বচ্ছলতা। স্বল্প পরিমান জমিতে ২০০১ সালে মৌসুমী সবজি চাষ শুরূ করে ধীরে ধীরে বাড়িয়ে কৃষি জমির পরিমান। যা এখন প্রায় ছয় একর জমিতে কৃষি খামারে পরিণত করেছেন। এস.এস.সি পাশ করে কলেজে ভর্তি হওয়ার পর থেকে ছাত্র রাজনীতির পাশাপাশি সবজি চাষ করে যেমনি হয়েছেন স্বাবলম্বি সাথে সাথে করেছেন বিএ পাশ।

এই স্বাবলম্বি যুবকের গড়ে তোলা কৃষি খামার পরিদর্শন ও সৌরভের সাথে আলাপ করে জানা যায়, কলাপাড়া পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শানু শিকদারের ছেলে সৌরভ শিকদার। নিজের পুজিঁ ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে মাদ্রাসা রোডে নিজের জমি ও ইজারা জমি নিয়ে গড়ে তোলেন মাছের ঘের। কঠোর পরিশ্রম করে কৃষিকে প্রধান পেশা হিসেবে বেছে নিয়ে শিম, বেগুন, লাউ, টমেটো, বিভিন্ন সবজির পাশাপাশি ধান চাষ শুরূ করেন। এ বছর সবজি বিক্রি করে ৩০ হাজার, ধান বিক্রি করে ১ লক্ষ টাকা আয় করেছেন। মাছের ঘের থেকে প্রায় ৮ লক্ষ টাকার মত বিক্রি হবে বলে তিনি জানান।

এই সবজি চাষ করার সুবাদে নিজে যেমনি হয়েছেন সাবলম্বি তেমনি স্থানীয় বেকার যুবকদের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এক অনুকরনীয় যুবক হিসেবে।

সৌরভ শিকদারের সাথে কথা বললে তিনি জানান, আমার এ কৃষি কাজ দেখে কলেজের অনেক ছাত্ররা আমার কাছে পরামর্শ নিতে আসে। আমার এ কাজ দেখে অনেক ছাত্ররা বাড়িতে কৃষি কাজ শুরূ করেছে। তিনি আরো বলেন, আমার এ সফলতা দেখে স্থানীয় কয়েক জন কৃষিকাজে বাধাঁর সৃষ্টি করছে যাতে আমি কৃষিকাজে সফল হতে না পারি।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মশিউর রহমান জানান, আমার জানামতে আধুনিক জাতের কৃষি চাষ করছে সৌরভ শিকদার। এছাড়াও হাই ব্রিড ধান, বিভিন্ন জাতের সবজি চাষ করার ক্ষেত্রে আমাদের পরামর্শ নিয়ে থাকে। মাঝে মাঝে সরেজমিনে গিয়ে ওর ক্ষেত আমরা পরিদর্শন করি।

উপজেলা সিনিয়ার মৎস্য কর্মকর্তা কামরূল ইসলাম জানান, মাছ চাষ করে যুবকদের মধ্যে সৌরভ শিকদার এক অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রতিটি যুবক ওর মত হলে বেকার সমস্যার সমাধান হবে বলে তিনি মন্তব্য করেন।

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*