নিউজবাংলা: ১৩ জানুয়ারি, বুধবার:
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনের ৩ দিন পূর্বে বিএনপির ৪ ইউপি চেয়ারম্যান সহ ২৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় (নং-১৬ তাং ২৭/১২/২০১৫ইং)নলছিটি উপজেলা বিএনপির সভাপতি সিদ্ধকাঠি ইউপি চেয়ারম্যান নুরুল আলম গিয়াস মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নলছিটি থানার এসআই আতিকুর রহমান বাদী হয়ে দ: বি: সন্ত্রাস বিরোধী আইন’২০০৯ এর ৬ (১,২)১০/১২ ধারায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামী হিসাবে বুধবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান গিয়াস মাঝিকে গ্রেপ্তার পূর্বক ঝালকাঠি আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানাগেছে। নলছিটি থানার ওসি তদন্ত কামরুজ্জামান মিয়া জানান, পৌর নির্বাচনের পূর্বে শহরের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করার গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কে সাথে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় দপদপিয়া ইউনিয়নের সূর্যপাশা গ্রামের কাদের মিয়ার বাড়ীর সম্মুখ থেকে নাজমুল শরীফ কে আটকের পর তল্লাাশীকালে তার হাতের ব্যাগের মধ্যে পেট্রোল ভরা সাতটি কাচের বোতল উদ্ধার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর শহরের সবুজবাগ এলাকা থেকে চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কাজী জাহাঙ্গীর হোসেন, বিএনপি কর্মী কুদ্দুস খান তা তার ভাই আলমগীর খান, ও এনায়েতুর রহমান কে গ্রেপ্তার এবং তাদেও কাছ থেকে একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নলছিটি থানার উপপরিদর্শক আতিকুর রহমান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তারকৃত ৫জন, বিএনপি সমর্থক সিদ্ধকাঠি, মোল্লারহাট, সুবিদপুর, দপদপিয়া ইউপি চেয়ারম্যান সহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫/১৬ জন সহ প্রায় ২৫জনকে আসামী করে মামলা দায়ের করেছে। উক্ত মামলার এজাহার নামীয় ৫ নাম্বার আসামী জেলা বিএনপির সহসভাপতি সিদ্ধকাঠি ইউপি চেয়ারম্যান নুরুল আলম গিয়াস মাঝিকে গ্রেপ্তার করেন। পুলিশ আটকের পর তাকে ঝালকাঠি আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান। এঘটনায় ঝালকাঠি জেলা ও নলছিটি উপজেলা-শহর বিএনপির নেতাকর্মীরা তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার-হয়রানির বন্ধের দাবী জানান।
নিউজবাংলা/একে
Comments
comments