Breaking News

মেয়েসন্তান জন্মালে হাসপাতালের খরচ লাগবে না

নিউজবাংলা: ১৭ জানুয়ারি, রোববার:

ঢাকা: মেয়েসন্তান জন্মালে লাগবে না হাসপাতালে প্রসবের খরচ। অভিনব এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মিরাট নগরীর দয়াবতী হাসপাতাল। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে এই সুবিধা মিলবে কেবল শুক্রবার।

 

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আলাপচারিতায় হাসপাতালটির পরিচালক প্রমোদ বলিয়ান বলেন, ‘অনেকদিন ধরেই মেয়েশিশুর জন্য কিছু করার কথা ভাবছিলাম। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী মোদিজির (নরেন্দ্র মোদি) ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ আহ্বানের কথা জানি। আর এরপরই আমার মাথায় আসে নিজেদের হাসপাতাল থেকেও তো মেয়েশিশুদের জন্য কিছু করতে পারি।’

প্রমোদ বলিয়ান জানান, এরপরেই হাসপাতালের পরিচালকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন সপ্তাহে একদিন তাঁর হাসপাতালে মেয়েশিশু জন্মালে প্রসবের জন্য কোনো খরচ নেওয়া হবে না। শুধু ওষুধের জন্য টাকা নেওয়া হবে।

প্রমোদ বলেন, ‘প্রথমে আমার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন কয়েকজন চিকিৎসক ও পরিচালক। পরে তাঁরা তা মেনে নেন।’  শুক্রবার বিভিন্ন ধর্মের কাছে গুরুত্বপূর্ণ দিন হওয়ায়, এই দিনে ভালো কাজ করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

দয়াবতী হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, হাসপাতালের প্রধান ফটকের সামনে এই বিষয়ে বড় ব্যানার টাঙানো হয়েছে। এ ছাড়া গত বছরের ১ নভেম্বর থেকে প্রতি শুক্রবার হাসপাতালে মেয়েসন্তান প্রসবের জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না।

 

নিউজবাংলা/একে

 

Share This:

Comments

comments

Previous: বৃহস্পতিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল
Next: রাণীনগরের তৈরি মাদুর রাজধানীসহ সারাদেশে সুখ্যাতি অর্জন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*