ইয়েমেনি হামলায় কয়েক ডজন সৌদি সেনা নিহত
            
            
              নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:
              
ঢাকা: ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর মর্টার হামলায় কয়েক ডজন সৌদি সেনা নিহত হয়েছে।
              
              
              সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজরান প্রদেশের একটি সামরিক ক্যাম্পে এ হামলা হয়। খবর রেডিও তেহরান । ইয়েমেনের সেনারা আজ (সোমবার) সন্ধ্যার দিকে সৌদি আরবের কুয়াহ ক্যাম্পে মর্টারের গোলা ছুঁড়লে এসব সেনা নিহত হয়। এলাকাটি ইয়েমেনের সীমান্তের কাছে।
              এদিকে, ইয়েমেনের সেনা ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের জিজান প্রদেশের আল-মো’তান ঘাঁটিতে বেশ কয়েকটি বিএম-২১ গ্রাদ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। তবে এ হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায় নি। অবশ্য, সৌদি ঘাঁটি থেকে আগুনের হল্কা ও কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। একই এলাকার আজ-জালাহ সামরিক ঘাঁটিতেও বেশ কয়েকটি মর্টারের গোলা পড়েছে। সেখানকার ক্ষয়ক্ষতির বিষয়েও তথ্য পাওয়া যায় নি।
              এদিকে, ইয়েমেনের সেনা ও আনসারুল্লাহ যোদ্ধাদের ছোঁড়া রকেটের আঘাতে সৌদি আরবের আজ-জিহাদ সেনাঘাঁটির দুটি সামরিক যান ধ্বংস হয়েছে। এছাড়া, আসির এলাকার আদ-ধাবা সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের সেনারা।
               
              নিউজবাংলা/একে