নিউজবাংলা: ১৩ আগস্ট,বৃহস্পতিবার:

ঢাকা: সব যুগে, সব সমাজেই স্বপ্নের নায়ক বা নায়িকা হিসেবে জ্বল জ্বল করেন কোনো কোনো তারকা।

একটা সময় ছিল, উত্তম-সুচিত্রা সেনের চলচ্চিত্র মানেই হাউসফুল। হলগুলোতে উপচে পড়া ভিড়। উত্তম কুমারে আবিষ্ট হয়ে থাকতেন নারী-দর্শকেরা, আর সুচিত্রা সেন হয়তো মোহিত করে রাখতেন পুরুষ দর্শকদের। অবশ্য সুচিত্রার ভক্ত ছিল মেয়েরাও, তাঁর মতো করে চুল বাঁধা বা চোখ সাজানোর চল এই সময়ের তরুণীদের মধ্যে আজও দেখা যায়। বিভিন্ন সময়ে হলিউডের অড্রে হেপবার্ন, মেরিলিন মনরো থেকে বলিউডের হেমা মালিনী, মাধুরীরা কাঁপন তুলেছেন বহু পুরুষের হৃদয়ে। প্রিয় তারকার একটু হাসি যেন সুনামির কাঁপন তুলে দিত ভক্তের মনের ভেতর। একলা ঘরে লুকিয়ে-চুরিয়ে তাঁর ছবিখানা বারবার দেখেও আশ মিটত না দর্শকের।

এ যুগেও তো এমন ভক্ত আছে তারকাদের। আপনার পছন্দের নারী তারকা কে—প্রশ্ন করা হয়েছিল দেশের বিভিন্ন অঞ্চলের তরুণদের। ফলাফলে দেখা যাচ্ছে, তরুণদের ‘স্বপ্ননায়িকা’ বা ‘ড্রিমগার্ল’-এর তালিকাটা বেশ লম্বা-চওড়া। অনেকেই একাধিক নাম বলেছেন। তাঁদের মতামতে দেখা যায়, তরুণদের ভালোবাসার শীর্ষে আছেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। মিম আছেন আমাদের জরিপ করা তরুণদের ২৩ শতাংশ তরুণের মনজুড়ে। আরও আছেন তিশা, জয়া আহসান, মাহিয়া মাহি, মেহজাবিন। ছোট বা বড় পর্দায় পেশাদার শিল্পী হিসেবে না হয়েও তরুণদের পছন্দের শীর্ষ তালিকায় আছেন ক্রিকেটার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির।

জয়া আহসানও আছেন তরুণদের মনেতরুণদের ভালো লাগার এই তালিকায় আছেন চলচ্চিত্র, নাটক, সংগীত থেকে শুরু করে খেলাধুলা, পর্বতারোহণ, রাজনীতির অঙ্গনের তারকারাও। সারা দেশের ৬৪ জেলা থেকেই মতামত নেওয়া হয়েছে এ জরিপে। ফেসবুক মেসেঞ্জার ও মুঠোফোনে প্রতি জেলার কমপক্ষে দুজন করে তরুণের সঙ্গে কথা বলা হয়েছে। রাজধানী ঢাকাতে কথা বলা হয়েছে সরাসরি ও ফোনে। জেলাগুলোতে শহর অঞ্চল থেকে একজন গ্রাম থেকে একজনকে বেছে নেওয়া হয়েছে। এই দলে আছে ছাত্র, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক থেকে রাজনীতির সঙ্গে যুক্ত তরুণ। তাঁদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। অনেক তরুণই একজনের নাম নির্বাচন করতে হিমশিম খেয়ে বলেছেন একাধিক তারকার কথা। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশ বিভূঁইয়ের নানা ক্ষেত্রের আলোচিত মুখগুলোর নামও বাদ পড়েনি তরুণদের ভালোবাসার তালিকা থেকে।

চলচ্চিত্র ও টেলিভিশনের জনপ্রিয় মুখ বিদ্যা সিনহা মিম কেন তরুণদের পছন্দের শীর্ষে? অধিকাংশ তরুণই বলেছেন মিমের সৌন্দর্যের কথা। তাঁর অভিনয়, পোশাক ও সাজগোজের রুচিকে আমলে নিয়েছেন অনেকে। গাইবান্ধার ছাত্র শিপন আহমেদ বলেন, ‘মিম যখন লাক্স–চ্যানেল আই সুপারস্টার হলেন তখন থেকেই আমার তাঁকে ভালো লাগে। এখন তো মনে হয় চোখের সামনেই সে বড় তারকা হয়ে উঠলেন।’

এসেছে উম্মে আহমেদ শিশিরের নামতরুণদের পছন্দের তালিকায় এরপরই যাঁর নাম বেশি উচ্চারিত, তিনি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আমাদের জরিপ ১৫.৪৯ শতাংশ ভোট পড়েছে এই তারকার জন্য। তাঁর ভক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাশহারুল হক বলেন, ‘চেহারা বা অভিনয়, সবদিকেই সেরা তিশা।’ আরেক তরুণ হবিগঞ্জের ছাত্র সত্যজিৎ দাশ বলেন, ‘নুসরাত ইমরোজ তিশাকে কেউ শুধু তিশা ডাকলে আমার খুব রাগ হয়। মাঝে তাঁর জ্বর হয়েছিল। সে ছবি দেখে আমার যে কতটা কষ্ট হয়েছে বোঝাতে পারব না।’

এই মতামতে তরুণদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। অধুনার এই জরিপে ১৪ শতাংশ তরুণ ভোট দিয়েছেন শিশিরের জন্য। দিনাজপুরের এক ব্যবসায়ী তরুণ বলেন, ‘সাকিবের সঙ্গে বিয়ে ঠিক হওয়ার পর শিশির যখন আলোচনায় এলেন, তখন থেকেই তাঁকে আমার ভালো লাগে। কোনো দিন যদি শিশিরকে সামনে দাঁড়িয়ে একপলক দেখতে পারি, তাহলেই আমার ভালো লাগা সার্থক হবে।’

শিশিরের পরের দুটি অবস্থানে আছেন চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি ও জয়া আহসান। মাহির স্বপ্নে হাবুডুবু খাচ্ছেন এই জরিপের ১২ শতাংশ তরুণ আর জয়ার পক্ষে আছে ৯ শতাংশ ভোট। মেহজাবিন ও পড়শী পেয়েছেন যথাক্রমে ৮ ও ৭ শতাংশ তরুণের পছন্দের ছাড়পত্র। এরপরই আছেন অভিনেত্রী মিথিলা, মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া, মম, অপি করিম, অপু বিশ্বাস, মৌসুমী, স্পর্শিয়া, কনা, সারিকা, পরীমনি, শখ ও শাবনূর।
আলো ঝলমলে বিনোদন জগতের বাইরে এসে অনেক তরুণ ভালো লাগার কথা জানিয়েছেন খেলার মাঠ থেকে রাজনীতির রাজপথে। ক্রিকেটার সালমা ও ঋতুমনি অনেকেরই পছন্দের তারকা, এভারেস্ট বিজয়ী ওয়াসফিয়া নাজরীনও আছেন অনেকের মনে। এ ছাড়া গণজাগরণ মঞ্চের কর্মী ছাত্র ইউনিয়নের নেত্রী লাকি আক্তারের কথাও বলেছেন তরুণেরা।

নিউজবাংলা/একে