নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:

ঢাকা: ১২ ম্যাচের শাস্তির মুখে পড়েছিলেন জেরার্ড পিকে। তবে, এতবড় শাস্তি না হলেও চার ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়লেন বার্সেলোনা ডিফেন্ডার। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে সহকারী রেফারিকে অকথ্য ভাষায় গালি দেওয়ার অপরাধেই এতবড় শাস্তি পেলেন কাতালান এই ডিফেন্ডার। পিকের এই নিষেধাজ্ঞার ফলে লা লিগা শুরু হওয়ার আগেই বড়সড় একটা ধাক্কা খেল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা।

মঙ্গলবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে স্প্যানিশ সুপার কাপের ফিরতি লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের ৫৬ মিনিটে অফসাইডের একটি সিদ্ধান্ত নিয়ে সহকারি রেফারির সঙ্গে তর্ক করেন পিকে। ওই সময়ই ওই রেফারির মাকে নিয়ে গালাগালি করেন বার্সেলোনার এই ডিফেন্ডার। সঙ্গে সঙ্গে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি কার্লোস ভেলাসকো কারবায়ো।

ম্যাচের পর রেফারিরা নিজেদের রিপোর্টেই পিকের বিপক্ষে গুরুতর অভিযোগ আনেন। তবে, সহকারী রেফারিদের অভিযোগ অস্বীকার করে, গালাগালি দেননি বলে জানান পিকে। তবুও, নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছিলেন তিনি। একই সঙ্গে বার্সেলোনাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পিকের নির্দোষ বলে নোট জমা দিয়েছে।

চার ম্যাচের এই নিষেধাজ্ঞার ফলে আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া লা লিগার এই মৌসুমের প্রথম চারটি ম্যাচ খেলতে পারবেন না পিকে। এই চার ম্যাচে বার্সেলোনার প্রতিপক্ষ যথাক্রমে অ্যাথলেটিক বিলবাও, মালাগা, আথলেটিকো মাদ্রিদ এবং লেভান্তে।

তবে, নতুন করে পিকের এই শাস্তির বিপক্ষে কোন আপিল করবে কি না বার্সেলোনা, তা নিয়ে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি তারা।

 

নিউজবাংলা/একে