১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন পিকে!
নিউজবাং লা: ১৯আগস্ট, বুধবার:
ঢাকা: স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে লাইন্সম্যানের সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ড দেখেন জেরার্ড পিকে।
এই শাস্তির পর অনুমিত ছিল লা লিগায় অন্তত প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না বার্সেলোনা ডিফেন্ডার। কিন্তু স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া পত্রিকা মার্কা জানিয়েছে, গুরুতর অপরাধের জন্য চার থেকে বারো ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন স্প্যানিশ এই তারকা!
বিলবাওয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন ৫৬ মিনিটে বল নিয়ে বার্সার ডি বক্সে ঢুকে পড়েন প্রতিপক্ষ ফরোয়ার্ড আরিতিজ আদুরিজ। তখন সেটিকে অফসাইড দাবী করে লাইন্সম্যানের দিকে রাগে ফুঁসতে ফুঁসতে ছুটে যান পিকে। আর দৃষ্টিকটু এই ব্যাপারটা জোরালোভাবেই ম্যাচ রিপোর্টে উল্লেখ করেন রেফারিরা।
রেফারিদের দাবী, লাইন্সম্যান ভেলাস্কো কারবেলোকে লক্ষ্য করে পিকে গালিগালাজ করেছেন। আর একজন ম্যাচ অফিসিয়ালকে এভাবে অপমান করায় পিকের অপরাধকে বেশ গুরুত্বের সঙ্গেই নিয়েছে কর্তৃপক্ষ।
নিউজবাংলা/একে