স্বপ্নের ফাইনালে বাংলাদেশী কিশোররা
নিউজবাংলা: ১৬ আগস্ট, রোববার:
ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে দাপট দেখিয়ে জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৫ এর প্রথম দল হিসেবে ফাইনালে পদার্পণ করলো বাংলাদেশী কিশোররা।
আজ (রোববার) বিকাল ৪টায় সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ১-০ তে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মত ফাইনালের টিকিট কেটে নিল লাল-সবুজের বাংলাদেশের কিশোররা। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেন ম্যাচ সেরা ফুটবলার সাদ উদ্দিন।
খেলার প্রথমার্ধ শেষে কোন গোল না পেলেও আফগানদের সুযোগ এসেছিলো এগিয়ে যাবার। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় রেফারীর বিতর্কিত সিদ্ধান্তের সম্মুখীন হয় বাংলাদেশ। পেনাল্টি থেকে গোলের সুযোগ আসলেও বল গোলবারের ভেতরেই ঢুকাতে পারেননি আফগান ফুটবলার, গোলবারের অনেক উপর দিয়ে বল পাঠিয়ে পেনাল্টি মিস করলে এ যাত্রায় বেঁচে যায় বাংলাদেশে স্বপ্ন।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই হিংস্র বাঘের মত হয়ে ওঠে শাওন-নিপু-রাকিব-আতিকরা। আক্রমণের পর আক্রমণ চালিয়ে ৫৪ মিনিটের মাথায় কর্ণার থেকে দলীয় ফুটবলারের মাথা চুইয়ে ডি-বক্সের দিকে এক জোরালো শট নেন জয়ের নায়ক সাদ উদ্দিন। মুহুর্তেই স্টেডিয়ামে উপস্থিত দর্শক পরিপুর্ণ গ্যালারি সহ সারা বাংলাদেশের ফুটবল ভক্তরা মেতে ওঠে আফগান বধের এবং প্রথমবারের মত অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠার আনন্দে।
একমাত্র গোলটি দেওয়ার পরে ৭৩ মিনিটে একটি বাংলাদেশী কিশোরদের দেওয়া একটি গোল আফসাইডের কারণে বাতিল করে দেন রেফারী এবং ৮৭ মিনিটের মাথায় দেশের পক্ষে দ্বিতীয় গোলের সুযোগ গোলবারে লেগে মুছে গেলে ম্যাচ চলতে থাকে বাংলাদেশের ফাইনালে প্রতিপক্ষের বিপক্ষে খেলার অনুশীলন হিসেবে।
ভারতের বিপক্ষে ২-১ গোলে জয় দিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত এই আসরের অপ্রতিরোধ্য থেকে প্রথমবারের মত অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৫ এর ফাইনালে পদার্পণ করলো।
উল্লেখ্য, সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা ৭ টায় ‘এ’ গ্রুপ রানার্স আপ ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে নেপাল। সেমিফাইনালের অপর ম্যাচটিও বরাবরের মত সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
নিউজবাংলা/একে