নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:
ঢাকা: জন্মিলে মরিতে হইবে- এটা অমোঘ সত্য। এটা অস্বীকার করার কোন উপায় নেই। এ থেকে কারও নিস্তার পাওয়ারও সুযোগ নেই। কথাটা এ জন্য বলা যে, ক্রিকেটে যার অভিষেক হবে, তাকে তো একদিন ব্যাট-প্যাডটা তুলে রাখতে হবে।