নিউজবাং লা: ২০আগস্ট, বৃহস্পতিবার:
ঢাকা: সৌদি আরবে মীর লিয়াকত আলী (৬১) নামে বাংলাদেশী এক হজযাত্রী মারা গেছে। ঢাকা জেলা থেকে যাওয়া এই হজযাত্রী গত মঙ্গলবার পবিত্র মক্কায় ইন্তেকাল করেন। এবার সৌদি আরবে এটাই প্রথম বাংলাদেশী হজযাত্রীর মৃত্যুর ঘটনা।

মক্কায় বাংলাদেশের আইটি হেল্প ডেস্ক সূত্র লিয়াকত আলীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানায়, তিনি তাজ ট্রাভেলস এন্ড ট্যুরসের মাধ্যমে সৌদি আরব গিয়েছিলেন। তার পাসপোর্ট নম্বর বিএফ-০২৫৮৫২০।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় এবার মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ এক হাজার ৭৫৮ জন। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়া প্রথম ফ্লাইট ১৬ আগস্ট শুরু হয়েছে। ফ্লাইট শেষ হবে ১৭ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৮ সেপ্টেম্বর শুরু হয়ে তা শেষ হবে ২৭ অক্টোবর। আইটি ডেস্কের তথ্য অনুযায়ী, ১৯ আগস্ট রাত ১১টা পর্যন্ত ৩৬ টি ফ্লাইটে ১৩ হাজার ৪৫৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

নিউজবাংলা/একে