নিউজবাংলা: ১৭ আগস্ট, সোমবার:

ঢাকা: ইতিহাদ স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। গত ম্যাচেও ওয়েস্ট ব্রমউইচকে তিন গোলের মালা পরিয়েছিল ম্যানুয়েল পেলিগ্রিনির ছেলেরা।

অন্যদিকে চেলসি গত ম্যাচে সোয়ানসি সিটির সঙ্গে ২-২ ড্র করার পর এদিন তিন গোল হজম করেই মাঠ ছাড়ল। রবিবার সিটির হয়ে গোল করেন অ্যাগুয়েরো, ভিনসেন্ট কোম্পানি ও ফার্নান্ডিনহো।

এদিন শুরু থেকেই দুর্দান্ত মেজাজে ছিলেন অ্যাগুয়েরো। ম্যাচের ছয় মিনিটের মধ্যেই দুটি গোল করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্যের জন্য দুটি গোলই পরাস্ত হয়ে যায়। ম্যাচের ২১ মিনিটে নিজের দোষেই গোলের সুযোগ হারান তিনি। চতুর্থবার আর গোল করতে ভুল করেননি না গতবারের সর্বোচ্চ গোলদাতা। ম্যাচের ৩২তম মিনিটে দাভিদ সিলভার পাস পেয়ে ডি বক্সের মধ্যে চার জনকে কাটিয়ে বাঁ পায়ের বিদ্যুৎ শটে বিপক্ষের জাল ছিঁড়ে দেন মেসির সতীর্থ। ম্যাচের ৭৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে সিটি। আবারও সেই সিলভার সহযোগিতা। তাঁর মাপা কর্নারে হেড করে গোলটি করেন অধিনায়ক ভিসেন্ট কোম্পানি।

মিনিট ছয়েকের মধ্যেই স্কোরলাইন ৩-০ করে ফেলেন ফার্নান্ডিনহো।  চেলসির রক্ষণের ভুলে ডি বক্সের সামনে বল পেয়ে যান সেই সিলভা।  তার পা ঘুরে বল পেয়ে ডি বক্সের ঠিক বাইরে থেকে গোল করে জয় নিশ্চিত করেন ব্রাজিলের মিডিও ফার্নান্ডিনহো।

নিউজবাংলা/একে