নিউজবাং লা: ১৮আগস্ট, মঙ্গলবার:

ঢাকা:  প্রথম লেগে ৪-০ গোলে হার। স্প্যানিশ চ্যাম্পিয়ন্স কাপ জিততে দ্বিতীয় লেগে ৫-০ ব্যবধানে জয়ের দরকার ছিল বার্সেলোনার। অসাধ্য সাধন দূরে থাক, ম্যাচটি জিততেই পারেনি মেসির দল।

বিলবাওয়ার সঙ্গে ১-১ ড্র করে আরেকবার হতাশ করেছে এনরিক বাহিনী। আর দুই লেগে ৫-০ গোলে এগিয়ে থাকার সুবাদে স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে অ্যাথলেটিক বিলবাও।

সোমবারের এ ম্যাচে  গোলের জন্য মরিয়া ছিল বার্সেলোনা।

৬ মিনিটেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। পেদ্রো রদ্রিগেসের শট একটুর জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। বল ছিল বার্সেলোনার পায়ে পায়েই।ছিল একের পর এক আক্রমণ।কিন্তু দুর্ভাগ্য বার্সার। বেশীরভাগ শটিই বারের বাইরে দিয়ে চলে যায়।

৩৮তম মিনিটে উল্টো গোল খেতে যাচ্ছিলো বার্সেলোনাই। কিন্তু সহজ সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হয় বিলবাও।

অবশেষে ৪৪তম মিনিটে গোলের দেখা যায় বার্সেলোনা। ইভান রাকিতিচের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে মেসিকে দেন লুইস সুয়ারেস। বল জালে পাঠাতে কোনো ভুল করেননি মেসি।  দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে উঠে বার্সেলোনা। কিন্তু বিলবাওয়ের রক্ষণভাগে গিয়েই শেষ হয়ে যাচ্ছিল বার্সার প্রচেষ্টা।

৫৬তম মিনিটে পিকে সরাসরি লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা। এর পরই দুর্বল হয়ে পড়ে বার্সেলোনা।

৭৫তম মিনিটে আদুরিসের গোল বার্সেলোনার শেষ আশাটুকুও শেষ করে দেয়। শেষ হয়ে যায় এক বছরে ছয় শিরোপা স্বপ্নও।

নিউজবাংলা/একে