ঢাকা: আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন জনপ্রিয়তার তুঙ্গে। কিন্তু এ মেধাবী অভিনেত্রী প্রেম বিয়ে এবং সংসার জীবনে জড়িয়ে যাবার পর থেকেই তাকে নিয়ে শুরু হয় নতুন আলোচনা।
একটা সময় আদনান ফারুক হিল্লোলের সঙ্গে তার আর সংসার করা হয় না। মেয়ে ওয়ারিশাকে নিয়ে তিনি আলাদা হয়ে যান। এরপর থেকেই দীর্ঘ বছর আর তাকে নাটক, চলচ্চিত্র বা কোন অনুষ্ঠানে দেখা যায়নি। তিনি অনেকটা আড়ালে চলে যান।
কিন্তু তিন্নির ভক্তরা প্রতিনিয়তই তার সম্পর্কে জানতে চান। তিন্নিকে পর্দায় দেখতে চান তারা। তিন্নিও বারবার ঘোষণা দিয়েছিলেন অভিনয়ে ফিরছেন তিনি। কিন্তু তার আর ফেরা হয়নি।
এ বিষয়ে তিন্নি বলেন, ‘আমি ভেবেছিলাম কাজে ফিরবো। কিন্তু এখন আমি অপেক্ষা করছি ভালো একটি কাজের জন্য। ভালো কাজ দিয়েই আবার ফিরতে চাই।’