নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:

ঢাকা: মোবাইল, কম্পিউটার কিংবা বিভিন্ন এইডি ক্যামেরার যুগে মেগাপিক্সেল খুবই পরিচিত একটি শব্দ। আধুনিক মানুষ মোবাইল কেনার পূর্বে সর্বপ্রথম ক্যামেরার মেগাপিক্সেল সম্পর্কে বিস্তারীত জানতে চাই।

 

কারণ মেগাপিক্সেল যত বেশি, ছবি তত উন্নত। কিন্তু আপনার চোখের মেগাপিক্সেল কত আপনি কি কখনও এটা ভেবে দেখেছেন?

অধিকাংশ মানুষই তা ভেবে দেখেনি। আসলে মানুষের চোখের মেগাপিক্সেল হলো কমবেশি ৫৭৬ মেগা পিক্সেল! নিশ্চয় অবাক হয়েছেন।

অবাক হবার কিছুই নেই- আল্লাহ্‌ রাব্বুল আলামিন এর উপরে কোন মানুষ এখনো কিছু করে দেখাতে পারেনি আর পারবেনাও কারণ আমরাতো তাঁরই সৃষ্টি!

 নিউজবাংলা/একে