নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:
ঢাকা: রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগ নেতা আরজু হত্যার ঘটনায় রোববার (২৩ আগস্ট) সিএমএম আদালতে নালিশী মামলা করেছেন আরজুর ভাই মাসুদ রানা।
র্যাব-২ এর সিও কর্নেল মাসুদ রানা, ডিএডি সাহিদুর রহমান, পরিদর্শক ওয়াহিদ এবং সোর্স রতনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালত নথি পর্যালোচনা করে পরে এ মামলার আদেশ জানাবেন।
উল্লেখ্য, গত সোমবার (১৭ আগস্ট) মোবাইল চুরির অভিযোগে কিশোর রাজাকে হাজারীবাগের বাসা থেকে আরজুর বাসায় ডেকে নিয়ে পেটানো হয়। ওইদিন সন্ধ্যায় মৃত্যু হয় ১৬ বছর বয়সী রাজার। পরে ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করে পুলিশ। রাজা হত্যা ঘটনায় দায়ের করা মামলার এক নম্বর আসামী ছিলো আরজু।
তবে হাজারীবাগ থানা ছাত্রলীগ নেতা আরজু মিয়া নিহতের ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতা ফজলে নূর তাপস, এমপি। এ ঘটনায় জড়িত সবাইকে জবাব দিতে হবে বলে শনিবার হুঁশিয়ারি দিয়েছেন । বিএনপি-জামায়াতের তৈরি র্যাব দিয়ে এই সরকার চলতে পারে না মন্তব্য করে র্যাবকে ঢেলে সাজানোর কথা বলেছেন ফজলে নূর তাপস।