লাশের উপর দাঁড়িয়ে আমি ফুল নিতে পারি না,,নাটোরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
নিউজবাংলা: ২৮আগষ্ট, শুক্রবার:
ঢাকা: নাটোর প্রতিনিধি : স্থানীয় আতি-পাতি নেতারা নিজেদের নেতা হিসেবে পরিচিতি করতে গিয়ে বঙ্গবন্ধুর ছবির সঙ্গে নিজেদের ছবি লাগিয়ে বিলবোর্ড ও পোষ্টার ব্যবহার করে বঙ্গবন্ধুকে খাটো করছেন। দেশে এখন নেতার অভাব নাই।
কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনার কর্মী দরকার। গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস মহাসড়কে সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে থ্রি-হুইলার ও ত্রুটিপূর্ণ যানবাহন বন্ধে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ।
তিনি বলেন , লাশের উপর দাঁড়িয়ে আমি ফুল নিতে পারি না। দুর্ঘটনা, বিলবোর্ড ও যানজটের
বিরুদ্ধে আমার আন্দোলন। তারপরও দুর্ঘটনা ঘটছে মহাসড়কে মানুষের লাশ পড়ছে। ২২টি মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করেছেন বলে জানান মাননীয়মন্ত্রী এটা গরিব চালকদের বিপদে ফেলতে নয় বরং তাদের দুর্ঘটনা থেকে বাঁচাতে এটা করেছি। এতে দুর্ঘটনা কমছে বলে দাবি করেন মন্ত্রী। এরপর নাটোর-রাজশাহী মহাসড়কের সদর উপজেলার কাফুরিয়ার চানপুরচানপুর তোকিয়া ঢালান এলাকায় প্রচারাভিযানকালে ওবায়দুল কাদের আরো বলেন, সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কের ১৪৪টি ঝুঁকিপূর্ণ বাঁকে ১৬৫ কোটি টাকা ব্যয়ে প্রস্তুতকরণের কাজ একনেকের বৈঠকে অনুমোদন করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই এ কাজ সমাপ্ত হবে। এ সময় সেতুমন্ত্রী মহাসড়কে চলমান যাত্রীবাহী বাসগুলোর ফিটনেস পরীক্ষা করেন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। ফিটনেস পরীক্ষা করাকালে কাগজপত্র সঠিক থাকায় গাড়ির চালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রী।
নাটোরের ওই দুই পৃথক প্রচারাভিযান কালে মন্ত্রীর সঙ্গে ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, নাটোরের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এম পি, জেলা প্রশাসক মশিউর রহমান, পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিনসহ বিআরটিএ
কর্মকর্তা।
নিউজবাংলা/একে