নিউজবাংলা: ২৮আগষ্ট, শুক্রবার:
ঢাকা: আমাদের দেশের সরকারি হাসপাতালের সেবা নিয়ে অভিযোগ নতুন কিছু নয়। অভিযোগে পিছিয়ে নেই পার্শ্ববর্তী দেশ ভারতের সরকারি হাসপাতালগুলোর সেবা নিয়েও। বরং আমাদের থেকেও যেন কিছুটা বেশি।

আর সেই অভিযোগের পাল্লাটা আরো ভারি করলো অন্ধ্রপ্রদেশের গুন্টুর শহরের এক সরকারি হাসপাতাল। সেখানে সন্ম নেয়া এক ১০ দিনের এক নবজাতকের মৃত্যু হলো ইঁদুরের কামড়ে। শিশুর বাড়ির লোকেরা হাসপাতালে ভাঙচুর করেছে।
জানা গেছে, গত ১৭ আগস্ট গুন্টুর শহরের ওই হাসপাতালে জন্ম হয় লক্ষ্মী নামের এক শিশুর। শারীরিক কিছু সমস্যার কারণে হাসপাতালেই রাখা হয় তাকে। এরপর অবস্থা আরও খারাপ হলে আইসিইউতে নেয়া হয় শিশুটিকে। আইসিইউতেই নবজাতককে ইঁদুর কামড়ায়। বিষয়টি শিশুর মা ডাক্তারদের জানালেও কোনো ব্যবস্থাই নেয়া হয়নি। এতে গতকাল বুধবার মৃত্যু হয়েছে ওই শিশুর।
নিউজবাংলা/একে